স্কুল নয় এ যেন কোন এক শিশু পার্ক

- আপডেট সময় : ০৬:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন নীলফামারীর সবচেয়ে সুন্দর জলঢাকা উপজেলার বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের মাঠ জুড়ে ফুলের বাগান, রয়েছে আধুনিক খেলাধুলার সামগ্রী, প্রযুক্তিনির্ভর ক্লাসরুম। রংতুলিতে দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চিত্রকর্ম। এমন মনোমুগ্ধকর সৌন্দর্য্য মুগ্ধ করেছে শিক্ষার্থী এবং অভিভাবকদের।
স্কুলের দৃষ্টিনন্দন বাগান আর খেলার সামগ্রী দেখে আটকে যাবে যে কারো নজর। এমনই দৃশ্য জলঢাকার বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।প্রবেশ পথের দুই পাশে ফুল আর ফলের গাছ, আঙিনায় নানা রকম খেলার সরঞ্জাম। মনোরম এমন পরিবেশে লেখাপড়ার সুযোগ পেয়ে স্কুল বিমুখ শিক্ষার্থীরাও হয়েছে বিদ্যালয়মুখী। বেড়েছে লেখাপড়ার আগ্রহ।
শিক্ষকরাও পাঠদান করান পরম যত্নে। ফলে বরাবরই ভাল ফলাফল করছে শিক্ষার্থীরা। রয়েছে আধুনিক ক্লাস রুম। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশেও কাজ করছেন শিক্ষকরা। এমন নির্মল পরিবেশ আর খেলার সামগ্রী পেয়ে খুশি শিক্ষার্থীরা।
শিক্ষকরা বলছেন, লেখাপড়ার ভীতি কাটিয়ে উঠতে সাহায্য করেছে বিদ্যালয়ের এমন নির্মল পরিবেশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ জরুরী। শতভাগ উপস্থিতি নিশ্চিত আর শিশুবান্ধব পরিবেশ তৈরির এ উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে পুরো উপজেলায়।
বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩৫০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে।