স্কুল-কলেজ খুলতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বৈঠক আজ : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয় সিদ্ধান্ত নিতে আজ বৈঠক বসবে পরামর্শক কমিটি। জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুপুরে চাঁদপুরের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ শেষে তিনি একথা বলেন।
হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। জেলা প্রশাসকের কার্যালয়ের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরো বলেন, করোনার পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। পরে এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নেয়া হবে দিকনির্দেশনা।শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম চলবে বলেও জানান তিনি।


















