সোনাগাজী সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত নামা ৫০ জন সহ বিএনপির ১০০ নেতাকর্মীর নামে মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত নামা ৫০ জন সহ বিএনপির ১০০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ
এতে সোনাগাজি বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধার সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, যুবদলের সভাপতি খোরশেদ আলম সহ ৫০ জনের নাম উল্রেখ করে অজ্ঞাত নামা আরো ৫০ জন নামে মামলা হয়।সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত বলেন,সোমবার বিকেলে বিএনপির সমাবেশ থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ, এএসপি সার্কেল মাশকুর রহমান ও এসআই দোলনকে আহত সহ সরকারি কাজে বাধা দেয়া এবং যান চলাচলে বাধা দেয়ার অভিযোগে মামলা হয়।ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে আটক বিএনপির ৫ কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।