সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনীগুলোর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনীগুলোর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে, এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুচিনো এক বিবৃতিতে জানান, সিরিয়ার দেইর এজ-জোর এলাকায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে এ হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর গোলাবারুদের মজুত ও সরঞ্জাম রাখার কাজে ব্যবহৃত বেশ কিছু বাংকারকে লক্ষ্যবস্তু হিসেবে ঠিক করে যুক্তরাষ্ট্র। একই কমপ্লেক্সের ১৩ বাংকারের মধ্যে ৯টিতে হামলা চালানো হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়, ১৫ আগস্ট মার্কিন সেনাদের ওপর ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো হামলা চালায়। মার্কিন বাহিনীর আত্মরক্ষা ও সুরক্ষার উদ্দেশ্যে ওই সুনির্দিষ্ট বিমান হামলা চালানো হয়।