সিরাজগঞ্জে অজ্ঞান করার ইনজেকশন দিতেই এক অন্তঃসত্ত্বার মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
 - / ১৫৯০ বার পড়া হয়েছে
 
সিরাজগঞ্জে অপারেশনের আগে অজ্ঞান করার ইনজেকশন দিতেই নিলুফা ইয়াসমিন নামে এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে।
জানা যায়, মঈনুদ্দিন মেমোরিয়াল হাসপাতালে ওই রোগীর মৃত্যু হওয়ার পর স্বজনেরা হাসপাতাল ভাঙচুর করে। এ সময় হাসপাতালের পরিচালক ডা. আব্দুল আজিজ সরকারের ছোট ভাই মারধরের শিকার হন। নিহতের ভাই ও পরিবারের সদস্যরা অভিযোগ করেন, নিলুফাকে দুপুর ১টার দিকে হাসপাতালে আনা হয়। সন্ধ্যার দিকে তাকে সিজার করার জন্য অপারেশন টেবিলে নিয়ে যায়। এ সময় ডা. সজীব অজ্ঞান করার ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরে অপারেশন করার আগেই মারা যান নিলুফা।
																			
																		














