সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাকচাপায় আশিক নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সয়দাবাদ পুনর্বাসন বাজার থেকে বাইসাইকেলে যোগে বাড়ি ফিরছিল আশিক। এসময় শিল্পপার্কের সামনে থেকে মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আশিক পূর্ব মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।
গোপালগঞ্জে বাস চাপায় মনোয়ারা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা ফকির বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মনোয়ারা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যান।