সিন্ধু নদের পানিবণ্টন নিয়ে আবার আলোচনায় বসেছে ভারত ও পাকিস্তান

- আপডেট সময় : ০৯:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সিন্ধু নদের পানিবণ্টন নিয়ে দু’বছর পর আবার আলোচনায় বসেছে দুই প্রতিবেশী দেশ- ভারত ও পাকিস্তান। আজ থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে স্থায়ী সিন্ধু কমিশনের দু’দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে।
১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধুর পানিবন্টন চুক্তি সই হয়। দু’দেশের অভিন্ন নদীগুলোর পানিবণ্টন নিয়ে দ্বন্দের অবসানে ওই বছরেই গঠন করা হয় স্থায়ী সিন্ধু কমিশন। ওই চুক্তি অনুসারে দু’দেশের প্রতিনিধিদের পানিবণ্টন নিয়ে বছরে অন্তত একবার বৈঠকে বসার কথা। কিন্তু, ২০১৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মির নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তারপর থেকে সিন্ধুর পানিবণ্টন নিয়ে আলোচনাও বন্ধ হয়ে যায়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারত সরকার লাদাখে একটি জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করছে। পাকিস্তান ওই প্রকল্পের ব্যাপারে ঘোর আপত্তি জানিয়েছে। এবারের বৈঠকে ওই প্রকল্পের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।