সালাম মুর্শেদীর বাড়ির মাস্টার প্ল্যান ৭ দিনের মধ্যে দাখিলের নির্দেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
সালাম মুর্শেদীর বাড়ির অরিজিনাল মাস্টার প্ল্যান ৭ দিনের মধ্যে দাখিল করতে রাজউককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়। সেই সঙ্গে দুদককে ৩ সপ্তাহের মধ্যে অনুসন্ধান শেষ করার নির্দেশনা দিয়েছে আদালত।
সকালে বাড়ির পুরো লে আউট প্ল্যান হাইকোর্টে হাজির করার নির্দেশনা চান রিটকারি। এরই প্রেক্ষিতে নির্দেশ দেয় আদালত। আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে পরিত্যক্ত বাড়ি দখলের অভিযোগ তুলে তদন্তের নির্দেশনা চেয়ে গত ৩০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন রিট করেন। সে রিটের শুনানি নিয়ে ১ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে বাড়িসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র হলফনামা আকারে দাখিল করতে বিবাদীদের নির্দেশ দেয়া হয়। একইসংগে ওই বাড়ির তদন্ত প্রতিবেদন গৃহায়ণ ও গণপূর্তসচিবকে দুদকে দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।