সালমান খানকে মানুষ বোঝে না, দাবি সুনীল শেট্টির

- আপডেট সময় : ০৫:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সালমান খান ভাল মানুষ হওয়া সত্ত্বেও বহু মানুষের ভুল বোঝাবুঝির শিকার হন। তাঁর করা হাজার হাজার উপকার সত্ত্বেও বলিউডে আজও ‘বদনাম’ তকমা লেগে রয়েছে তাঁর গায়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন বর্ষীয়ান অভিনেতা সুনীল শেট্টি।
সুনীল শেট্টি সাক্ষাৎকারে বলেন, “আসলে সালমান কেমন মানুষ, সেটা অধিকাংশ মানুষ বোঝে না। আমার সঙ্গে ওর সম্পর্ক খুব ভালো। ঠিক আছে, নিয়মিত দেখা হয় না, কিন্তু আমাদের মধ্যে গভীর ভালবাসা আর পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে।” সুনীলের মতে, মানুষ হিসেবে সালমান খান যেভাবে কাজ করেন, সমাজের পাশে দাঁড়ান, সেটা অনেকের কাছেই অজানা।
এছাড়াও সম্প্রতি মুক্তি পাওয়া সালমানের ছবি ‘সিকন্দর’ নিয়েও নিজের বক্তব্য রাখেন সুনীল। বক্স অফিসে ছবি প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পেলেও, সেটিকে ব্যর্থ ভাবতে নারাজ তিনি। তাঁর মতে, “যে ছবি ২০০ কোটি টাকার ব্যবসা করেছে, তাকে ব্যর্থ বলা যায় না। সমস্যা হলো, সালমানের প্রতি মানুষের প্রত্যাশা এত বেশি, যে এই সংখ্যাও অনেকের চোখে কম মনে হয়। অন্য অভিনেতার ছবি ২০০ কোটির ব্যবসা করলে সেটিকে সুপারহিট বলা হতো।”
সালমান খানের প্রতি নিজের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করেই সুনীল শেট্টি বোঝালেন, বলিউডের ‘ভাইজান’ শুধু একজন সফল অভিনেতা নন, তিনি একজন মানবিক মানুষও, যাঁকে অনেকেই ঠিকমতো চিনে উঠতে পারেননি।