সারাদেশের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৬৬২ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ সারাদেশের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
সকালে গাবতলীতে ডিএনসিসির পাইকারি কাঁচাবাজার ও অস্থায়ী যান্ত্রিক ওয়ার্কশপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। এসময় মন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ভাগাড়ের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা ভাবছে সরকার। খুব শিগগিরই সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে। একটি চীনা কোম্পানি এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহ দেখিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সারাদেশেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেয়া হবে।


















