সারাদেশে আজ থেকে আন্তজেলা বাস, ট্রেন ও লঞ্চ চালু হয়েছে

- আপডেট সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রায় দু’মাস বন্ধ থাকার পর, সারাদেশে আজ থেকে আন্তজেলা বাস, ট্রেন ও লঞ্চ চালু হয়েছে। শর্তানুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন, নয়টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলতে শুরু করেছে। এছাড়া, পরিবহন স্যানিটাইজ এবং যাত্রীদের জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।
সোমবার সকাল থেকে চলাচল শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলের ৭ জোড়া আন্তঃনগর ট্রেন। চলছে একটি কমিউটার ট্রেনও। তবে বন্ধ থাকছে সব ধরনের লোকাল ট্রেন। আপাতত চলছে না মেইল ট্রেনও।পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহী-ঢাকা রুটে বনলতা এক্সপ্রেস ও পদ্মা এক্সপ্রেস চলাচল করছে। সব টিকিটই দেয়া হচ্ছে অনলাইনে। এদিকে, স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী থেকে দূরপাল্লার বাসও চলাচল করছে। বাসেও বাড়তি ভাড়া নিয়ে অর্ধেক আসন খালি রাখা হচ্ছে।
ময়মনসিংহে দূরপাল্লার বাস-ট্রেন চালু হলেও, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা দেখা গেছে। তবে, যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড ও পাটগুদাম ব্রীজ মোড় থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়।
৪৭ দিন পর চিরচেনা রূপে ফিরেছে বরিশাল নদী বন্দর। নিস্তব্ধতা ভেঙ্গে যাত্রীদের পদভারে মুখরিত বন্দরের পন্টুন। এদিকে, সকাল থেকে দূরপাল্লার বাসও চলাচল শুরু করেছে।
চালু হয়েছে চাঁদপুর-ঢাকা লঞ্চ সার্ভিস।স্বস্তি ফিরেছে লঞ্চ মালিক-শ্রমিক-যাত্রীদের মাঝে। বিধি নিশ্চিতে তৎপর রয়েছে বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ ও জেলা প্রশাসন।
পিরোজপুরেও চালু হয়েছে দূরপাল্লার পরিবহন। শর্ত মেনেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাসগুলো ছেড়ে যাচ্ছে।
দূরপাল্লার গাড়ি চলাচল শুরু হওয়ায়, নাটোরের পরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ৬০ ভাগ ভাড়া বাড়িয়ে চলছে দূরপাল্লার পরিবহনগুলো।
স্বাস্থ্যবিধি মেনে সিরাজগঞ্জ থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। বঙ্গবন্ধু সেতু’র পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়েও বিভিন্ন জেলার দূরপাল্লার বাস চলছে।
এছাড়াও যশোর, কুমিল্লা ও নেত্রকোনায় বিধি মেনে দূরপাল্লার বাস চলাচল করছে।