সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে তৃতীয় দিনের মতো আজও বিভিন্ন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
সাভারে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রতিবাদে তৃতীয় দিনের মতো আজও বিভিন্ন কর্মসূচী পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ব্যানারে অর্ধশত শিক্ষা প্রতিঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।
এসময় বক্তারা বলেন, নৈতিকতার অবক্ষয়ের কারনেই আজ শিক্ষার্থীর হাতে লাশ হতে হলো একজন শিক্ষককে।
এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন অন্যত্থায় আগামীতে আরও কঠোর কমর্মসূচী দিতে বাধ্য হবে শিক্ষক সমাজ।
এসময় ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম জিতুর সভাপতিত্বে এসময় শিক্ষক নেতা শফিকুল ইসলাম, আঃ কাদেরসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।