সাভারে প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
সাভারে প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
দুপুরে সাভারের তেতুঁলঝোড়া স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচীর উদ্ধোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এ সময় বনজ, ফলজ এবং ঔষধি গাছ রোপণ করেন তিনি। পরে উপজেলার বিভিন্ন স্থানে আরও ১ হাজার বৃক্ষচারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ আরও অনেকে। সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচী আগামীতেও অব্যাহত থাকবে।