সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

- আপডেট সময় : ০২:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৯৬০ বার পড়া হয়েছে
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২৪ আগস্ট সিএমএইচ’এ মারা যান তিনি।
এর তিন দিন আগে আইভি রহমান ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া গুলশানের বাসায় দোয়া, কোরআন খতম এবং ভৈরব উপজেলা আওয়ামী লীগ কোরআন খতম, দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে।
এদিকে..সকালে রাজধানীর বনানী কবরস্থানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের প্রয়াত নেত্রী আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দলের সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নিরপেক্ষ ও কারচুপিমুক্ত নির্বাচন চায় না, তারাই ইভিএমকে ভয় পায়।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সাথে সংলাপে এর আগেও আধুনিক টেকনোলজি ব্যবহারের দাবি জানায় সরকার। এসময় নির্বাচন কমিশনের ১৫০ আসনে ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্তকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এর আগে আইভি রহমানের কবরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। এছাড়া আইভি রহমানের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান, তার ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।