সাফারি পার্কে ১১টি জেব্রাকে হত্যা করা হয়েছে : অভিযোগ স্থানীয় সাংসদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।
এদিকে, জেব্রা মৃত্যুর ঘটনা তদন্তে আজ ঘটনাস্থল পরিদর্শন করেছে কমিটি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির আহবায়ক সঞ্জয় কুমার ভৌমিকের নেতৃত্বে দুপুরে সাফারি পার্ক পরিদর্শন করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ উপস্থিত ছিলেন। তিনি বলেন, জেব্রাগুলো হত্যা করা হয়েছে। চলতি মাসে ১১টি জেব্রা মারা যায়।
























