সহিংস রাজনীতি জাতীয় নির্বাচনের জন্য অশনি সংকেত : জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
সহিংস রাজনীতি জাতীয় নির্বাচনের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। কথা বলার মুক্ত পরিবেশ না থাকলে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয় না বলেও মত দেন তিনি।
ঢাকা মেডিকেলে আহত নেতা শফিকুলকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন জিএম কাদের। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের হয়রানী ও মামলার শিকার হন সফিকুল। সহিংস রাজনীতিতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, এ ধরনের পরিস্থিতি স্বাধীন কোন রাষ্ট্রের জন্যই কাম্য নয়। বলেন, কথা বলা, সভা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি করার অধিকার দিতে হবে।