সরকারি ত্রাণ ও এএমএসের ১০ টাকা কেজির চাল জব্দ

- আপডেট সময় : ০৯:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৯০৫ বার পড়া হয়েছে
জামালপুরে ৮৫ বস্তা ও শেরপুরে ৩৩ বস্তা সরকারি ত্রাণ ও এএমএসের ১০ টাকা কেজির চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
সকালে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চিকারপাড়া গ্রামের রফিকের বাড়ী থেকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৮৫ বস্তা চাল উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন জানান, ভোরে ইজিবাইকে করে রফিকের বাড়ী থেকে চাল পাচারের সময় স্থানীয় এক ব্যক্তি দেখে তাদের অবরোধ করে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে ইজিবাইক আটক করে। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে বাকী চালও উদ্বার করে । এ ঘটনায় ডিলার লুৎফর রহমান, চাল ব্যবসায়ী আসাদুল্লাহ ও রফিককে আসামী করে মামলা হয়েছে। আসামীরা পলাতক। লুৎফর রহমানের লাইন্সেস স্থগিত করেছে প্রশাসন।
শেরপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর ৩৩ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত রাতে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ার দোকান এলাকার চৌকিদার জহুরুল হকের বাড়ী থেকে এ চাল উদ্ধার করা হয়। চৌকিদার পলাতক রয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তা মামুন হোসেন জানিয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।