সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ২০৯২ বার পড়া হয়েছে
সরকার দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে ১২ দলীয় জোটের আলোচনা সভায় এই অভিযোগ তুলে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য রাজপথে রক্ত দিতে হচ্ছে। দেশে সর্বোচ্চ আদালতের নির্বাচনের ঘটনাই প্রমাণ করে দেশে আইন এবং গণতন্ত্র বলে কিছু নেই। সরকার দেশের মৌলিক স্তম্ভগুলো ধ্বংস করে নিজেদের মতো করে সংবিধান চালুর পাঁয়তারা করছে। চলমান আন্দোলন– কোনো দল বা ব্যক্তির সংগ্রাম নয়। এটা ১৮ কোটি মানুষের মুক্তির সংগ্রাম বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা।