‘সমতা ও বৈষম্যহীনতা মানবাধিকার অগ্রগতির মুলমন্ত্র’ স্লোগানে মানবাধিকার দিবস পালিত
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
 - / ১৬৫৪ বার পড়া হয়েছে
 
‘সমতা ও বৈষম্যহীনতা মানবাধিকার অগ্রগতির মুলমন্ত্র’ এ স্লোগান নিয়ে ঝিনাইদহ, গাজীপুর, গাইবান্ধা ও ময়মনসিংহে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
ঝিনাইদহ জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে এ উপলক্ষে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি রেলী বের করা হয়। রেলীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
“ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার” এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে পালিত হচ্ছে ৭৩তম বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান মিয়ার নেতৃত্বে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধায় আদিবাসী-বাঙালী সংহতি পরিষদ ও জেলা মানবাধিকার ফোরাম, গণ উন্নয়ন কেন্দ্র বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ, আইন ও শালিস কেন্দ্র এর আয়োজনে একটি রেলী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
																			
																		













