সবজি উৎপাদনে উদ্বৃত্ত জেলা বগুড়ায় নেই কোনো হিমাগার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সবজি উৎপাদনে উদ্বৃত্ত জেলা বগুড়ায় নেই কোনো হিমাগার। সংরক্ষণের অভাবে প্রতি মৌসুমে ক্ষেতেই নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সবজি। এতে উপযুক্ত দাম না পেয়ে ক্ষতির মুখে পড়ে কৃষক।
শীত-গ্রীষ্মে হাজার হাজার টন মৌসুমী সবজি উৎপাদন হয় বগুড়ায়। জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হয় সারাদেশে। উৎপাদন বেশি হলেই বাজারে দাম পড়ে যায়। আর, এতে চরম বিপাকে পড়ে কৃষক। জেলায় আলু সংরক্ষণের জন্য অন্তত ৩০টি হিমাগার থাকলেও, সবজি’র জন্য একটিও নেই।
সবজি সংরক্ষণে আলাদা হিমাগার স্থাপনের দাবি জানিয়েছে কৃষক।
সরকারি সহযোগিতা পেলে নির্মাণের কথা জানান, হিমাগার মালিক সমিতির নেতা।
উদ্যোগ নিলে সহযোগিতা করবে বলে জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বগুড়ায় প্রতিবছর প্রায় ২০ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে। এতে প্রায় দু’লাখ ৮১ হাজার টন সবজি উৎপাদন হয়।