সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজে হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৬২৯ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজে মঙ্গলবার হামলা হয়েছে।
হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরাইল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত। ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় ইসরাইল জড়িত এবং খুব শিগগিরই এর কঠিন জবাব দেয়া হবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রী হুমকী দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এ হামলা হয়। মঙ্গলবার আরব আমিরাতের ফুজিয়ারার কাছে জাহাজটি হামলার শিকার হয়। তবে ইসরাইল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। গত ফেব্রুয়ারি মাসে ইসরাইলের আরেকটি জাহাজে এই এলাকায় হামলা চালানো হয়। ইসরাইল তখন ওই হামলার জন্য ইরানকে দায়ি করেছিল।


























