সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল প্রতিবেশী দেশ ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে একদিনে এক লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
আর যুক্তরাষ্ট্রের পর এই প্রথম কোনো দেশে এক লাখের বেশি রোগী একদিনে শনাক্ত হলো। করোনাভাইরাসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে সেখানে। দেশটির সরকারি তথ্য বলছে, রোববার মোট ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৭৪ জন। ভারতে এর আগে দিনে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১৭ সেপ্টেম্বর, সংখ্যাটি ছিল ৯৮ হাজার ৭৯৫।



















