শ্লীলতাহানি মামলায় সাক্ষ্য দিতে গিয়ে আদালতে অসুস্থ পরীমনি

- আপডেট সময় : ০৮:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা শ্লীলতাহানির মামলায় সাক্ষ্য দিতে গিয়ে গরম ও শারীরিক অসুস্থতায় আদালত ত্যাগ করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
আজ সোমবার (২৬ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ মামলার সাক্ষ্য দিতে হাজির হন পরীমনি। কিন্তু আদালত কক্ষে প্রচণ্ড গরম ও ভিড়ের কারণে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যান।
পরীমনির আইনজীবী সাংবাদিকদের জানান, সারাদিন আদালতে বসে থেকে গরমে অসুস্থতা অনুভূত হওয়ায় আদালত ছেড়ে চলে যান তিনি। এজন্য আজ তাকে জেরা করা সম্ভব হয়নি। জেরার জন্য পরে নতুন দিন ধার্য করেছেন বিচারক।
মামলার পটভূমিতে জানা যায়, ২০২১ সালের জুন মাসে ঢাকা বোট ক্লাবে পরীমনির শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত হয় গোটা দেশ। মামলায় নাসির উদ্দিন মাহমুদ, অমি ও আরও একজনকে আসামি করা হয়।
সেই ঘটনায় দেশের মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম এবং জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। মামলার বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান।