শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের ভিড়

- আপডেট সময় : ০১:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভিড় করেন আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীরা। পরে বিএনপি প্রত্যয় জানায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামের। আর আওয়ামী লীগের শপথ- সমৃদ্ধশালী ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি প্রতিষ্ঠায় সরকার চেষ্টা করছে বলও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলো ছিলো বেশ সরব। রাত বারোটায় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানালেও দলগতভাবে আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটি সকালে শ্রদ্ধা জানাতে আসে। পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের মহানগর নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় বাংলা ভাষার প্রতি খালেদা জিয়ার ভালোবাসা আছে কিনা, তা নিয়ে সংশয় জানান তিনি।
বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে, সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি অভিযোগ করেন, অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে আওয়ামী লীগ। দেশে আইনের শাসন নেই বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। দেশে গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।