শুরু হলো এসএ টিভি রাউন্ড টেবিল
- আপডেট সময় : ০৩:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ২৬৩৯ বার পড়া হয়েছে
দুর্বৃত্তায়ন রোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা দিয়ে শুরু হলো এসএ টিভি রাউন্ড টেবিল। গোলটেবিল আলোচনায় দুর্বৃত্তায়ন রোধে গণমাধ্যমের মালিক, বিজ্ঞাপন দাতা, প্রশাসন ও আমলাতান্ত্রিক জটিলতার নানাদিক তুলে ধরেন আলোচকরা। বলেন, গেল ১৬ বছরে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। বাধা দেয়া হয়েছে সাংবাদিকদের স্বাধীন মতপ্রকাশে।
আলোচনায় অংশ নিয়েছেন এসএ গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দি ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান-উল-আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রাশেদা রওনক খান, গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার। গোলটেবিল আলোচনাটি উপস্থাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

























