শুরু হচ্ছে আসিয়ানের আঞ্চলিক শীর্ষ সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ শুরু হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত জোট আসিয়ানের আঞ্চলিক শীর্ষ সম্মেলন। মিয়ানমার ইস্যুতে বিশেষ আলোচনায় বসতে যাচ্ছে তারা। যোগ দেবেন মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং।
সম্মেলনে মিয়ানমারের জান্তা সরকারের প্রধানকে আমন্ত্রণ জানানোয় আন্তর্জাতিক সম্প্রদায়ে চলছে তীব্র সমালোচনা। দেশটিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এটাই প্রথমবারের মত তার বিদেশ সফর। আসিয়ানের এ বৈঠককে ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে কৌশলী ও ভবিষ্যৎ নির্ধারণী বলে মন্তব্য করেছেন কূটনৈতিকরা। সম্মেলনে জোটের দশ দেশের নেতা ও পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করবেন। এ সম্মেলনে মিয়ানমারে চলমান সঙ্কট নিরসনে প্রথমবারের মত আর্ন্তজাতিক প্রচেষ্টা চালানো হবে।