শুধু বিএনপি নয় গোটা দেশই আইসোলেশনে রয়েছেঃ গয়েশ্বর

- আপডেট সময় : ০১:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
শুধু বিএনপি নয় গোটা দেশই আইসোলেশনে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনায় গয়েশ্বর আরো বলেন, নেতৃত্বের অংশীদারিত্ব চর্চায় আওয়ামী লীগে গণতন্ত্র নেই। সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন ও তার দীর্ঘায়ু চেয়ে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী ঢাকা মহানগর শ্রমিকদলের দক্ষিণ শাখা আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ক্ষমতা ছাড়ার ১৪ বছর পরেও বিএনপি নিয়ে আলোচনা সমালোচনা করে ক্ষমতাসীন দল। এটাই বিএনপির বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন আলাল। মধ্যবর্তী নির্বাচনের টোপে যেন না পড়ে সেদিকে সতর্ক থাকতে দলের প্রতি আহবান জানান। মধ্যবর্তী নয়, নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন দলের এই দুই নেতা।