শুদ্ধানন্দ মহাথেরো সকল সম্প্রদায়ের শ্রদ্ধাভাজন ছিলেন : চসিক মেয়র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
শুদ্ধানন্দ মহাথেরো বাংলাদেশী বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু হলেও তিনি সকল সম্প্রদায়ের শ্রদ্ধাভাজন ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
সকালে নগরীর চকবাজার নবপন্ডিত বিহারে আয়োজিত বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক একুশে পদকপ্রাপ্ত প্রয়াত শুদ্ধানন্দ মহাথেরোর স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বৌদ্ধ ধর্মীয় নেতা, বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা উপস্থিত ছিলেন।