শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজ অন্তত ৩০

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লা ঘাটে মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এরই মধ্যে শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ অন্তত ৩০ যাত্রী।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রূপসী-৯ নামের পণ্যবাহী কার্গোর ধাক্কায় দুপুরে ডুবে যাওয়া এমএল আশরাফউদ্দিন লঞ্চের ৬ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী নিখোঁজ আছেন। এ পর্যন্ত দুজন নারী, দুটি শিশু ও একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের নাম জানা গেছে। তাঁর নাম জয়নাল আবেদীন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ সদরের ইসলামপুরে। বাকিদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজদের উদ্ধারে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ডের ডুবুরি দল কাজ করছে।