শিবচরের নৌ দুর্ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন
- আপডেট সময় : ০১:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
মাদারীপুরের নৌ দুর্ঘটনায় গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে প্রশাসন। পদ্মার বাংলাবাজার ফেরিঘাট এলাকায় সকালে বালু বোঝাই বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহত হয়। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে, এখনও নিখোঁজ বেশ কয়েকজন।
সোমবার সকালে মাদারীপুরের শিমুলিয়া ঘাট থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। স্পিডবোটটি কাঁঠালবাড়ী পুরাতন ফেরিঘাটের কাছে এলে একটি বাল্কহেডের পেছনে ধাক্কা লেগে উল্টে যায়। নৌ পুলিশের একটি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এমন দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম বইছে।এ ঘটনায় ছ’সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
কাঁঠালবাড়ী নৌ পুলিশ জানায়, ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, তিন শিশু ও এক নারীসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বোটের যাত্রী সংখ্যা নিশ্চিত করতে পারেনি কেউ। তবে, দুর্ঘটনার পর চালকসহ সংশ্লিষ্টদের পাওয়া যায়নি।




















