শিবগঞ্জে নবান্নের আমেজে জমে উঠেছে ঐতিহ্যবাহী মাছের মেলা
- আপডেট সময় : ০৫:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ভাতে মাছে বাঙালি প্রবাদটি যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠে বগুড়ার শিবগঞ্জের উথলী বাজারে। অগ্রহায়ণের বাতাসে যখন নতুন ধানের গন্ধ ভেসে আসে, তখনই এখানে বসে নবান্নের আয়োজন, ঐতিহ্যবাহী মাছের মেলা। ভোরের কুয়াশা কাটতেই মাছ, মানুষ আর উৎসবে একাকার হয় পুরো এলাকা।
নবান্নের আনন্দ আর মাছের গন্ধে মুখর বগুড়ার শিবগঞ্জের উথলি বাজার। নতুন ধান কাটার উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার বসে ঐতিহ্যবাহী মাছের মেলা। বড় বড় রুই, কাতলা, বিগহেড, সিলভার , ব্লাক কার্প, বোয়াল, পাঙ্গাসে মাছে জমে উঠে মেলা। ক্রেতা–বিক্রেতার ভিড়, বিক্রেতাদের হাঁকডাক, দরদাম, আর তাজা মাছের সারি সারি দোকান। শতাধিক মাছের দোকান বসে মেলায়। এবার বিক্রি হয়েছে প্রায় দেড় হাজার মণ মাছ,আয়োজকদের দাবি,যার দাম দুই কোটি টাকারও বেশি।
গেল বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও উৎসবের টানে মানুষ থেমে থাকেনি। জামাই, আত্মীয়স্বজন আর অতিথিদের নিয়ে প্রতিটি বাড়িতে ছিল নানা আয়োজন। মেলাকে ঘিরে চারপাশের গ্রামগুলো যেন উৎসবের রঙে রঙিন।
আগামীতে আরও বড় আয়োজনের আশা করেন আয়োজক কমিটির এই সদস্য।
নবান্নের মেলা আমাদের ঐতিহ্য। গ্রাম-গ্রামে যে আনন্দ ছড়িয়ে পড়ে—তার কেন্দ্রই হচ্ছে এই মেলা। স্থানীয় গ্রামবাসীর চোখে এ যেন এক দিনের মহোৎসব।




















