শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার রায় বাতিল করেছে হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া রায় বাতিল করেছে হাইকোর্ট।
একই সঙ্গে আগামী ৩ মাসের মধ্যে পুনরায় মামলাটির বিচার শেষ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। তবে এ সময়ের মধ্যে বিচার শেষ করতে না পারলে বিচারিক আদালতকে আসামি আসিফের জামিন বিবেচনা করার নির্দেশও দেয়া হয়। বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৯ মার্চ শ্বশুরবাড়িতে সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। পরে দায়ের করা মামলার বিচার শেষে, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি স্বামী মোহাম্মদ আসিফকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।















