শাবিপ্রবি’র শিক্ষার্থীদের আমরন অনশন ষষ্ঠ দিনে গড়ালো

- আপডেট সময় : ০৯:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরন অনশন ষষ্ঠ দিনে গড়ালো। এতে অংশ নেয়া ২৮ শিক্ষার্থীর বেশিরভাগই অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি। গতকাল থেকে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে আন্দোলনকারীরা। মানব প্রাচীর তৈরির মাধ্যমে অবরুদ্ধ করে রাখা হয়েছে উপাচার্যকে।
উপাচার্যের পদত্যাগের দাবিতে গত বুধবার থেকে আমরন অনশন চালিয়ে যাচ্ছে শাবিপ্রবি’র শিক্ষার্থীরা। কর্মসুচিটি এখন গনঅনশনে রুপ নিয়েছে। শুরুতে অংশ নেয়া ২৮ শিক্ষার্থীর বেশিরভাগকেই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শারিরীক অবস্থার অবনতি ঘটেছে। তবে, ভিসি পদত্যাগ না করলে মৃত্যুতেও রাজি তারা।
দাবি আদায় না হলে পর্যায়ক্রমে সব আন্দোলনকারী অনশনে অংশ নেবে বলে জানায় শিক্ষার্থীরা। কর্মসুচি চালু রেখে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানবপ্রাচীর আর অবরুদ্ধ উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ভিসির পদত্যাগে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে দাবি জানিয়েছে শাবিপ্রবি শিক্ষক সমিতি। ।