শরীয়তপুরের পিপি হাবিবুর রহমান ও তার ভাই হত্যা : রায়ের তারিখ পেছালো

- আপডেট সময় : ০৭:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি পিপি হাবিবুর রহমান ও তার ভাই যুবলীগ নেতা মনির মুন্সি হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়েছে আদালত।
বহুল আলোচিত এ মামলার রায়ের তারিখ নির্ধারিত ছিল আজ। তবে পূনার্ঙ্গ রায় প্রস্তুত না হওয়ায় ১৮ মার্চ এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করেছে আদালত। ২০০১ সালের ৫ অক্টোবর জেলা আওয়ামী লীগের কর্মীসভা চলাকালিন সতন্ত্র এমপি কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গর সমর্থক সাবেক যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবুল তালুকদারের লোকজন হামলা চালিয়ে জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তৎকালীন শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি ও পিপি এ্যাডভোকেট হাবিবুর রহমানের বাসায় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা পিপি হাবিবুর রহমান ও তার ভাই যুবলীগ নেতা মনির হোসেন মুন্সিকে গুলি করে হত্যা করে। পরে নিহত পিপির স্ত্রী এ্যাভোকেট জিন্নাত হাবিব বাদী হয়ে হেমায়েত উল্লাহ আওরঙ্গ সহ ৫৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।