শরণার্থীদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেবে বিজেপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
শরণার্থীদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেবে বিজেপি, ভোল পাল্টে এমন কথা বললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সাবেক সভাপতি অমিত শাহ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার দলীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময়ে এই মন্তব্য করেন তিনি।
এতোদিন এনআরসির কথা বলে গলা ফাটালেও পশ্চিমবঙ্গে গিয়ে তিনি বলেছেন, বাংলায় অনুপ্রবেশের বিষয়ে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী এখন পর্যন্ত কোন সমাধান দিতে পারেননি। পশ্চিমবঙ্গে বিধানসভার ৮ পর্বের নির্বাচনের ভোট চলছে। এরইমধ্যে প্রথম ও দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শেষ। বিজেপি চাইছে, যেকোনো উপায়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনের অবসান ঘটুক। অন্যদিকে মমতা বন্দোপাধ্যায়ের লক্ষ্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা।