শনিবার ৩১টি ট্রাকের ৭২১ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শনিবার ৩১টি ট্রাকের ৭২১ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক। তবে আজ কোন ট্রাক ঢুকতে দেখা যায়নি।
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে সকল পর্যন্ত পেঁয়াজ বোঝাই কোনো ভারতীয় ট্রাক প্রবেশ করেনি। গেলো শনিবার সন্ধ্যা পর্যন্ত ৩১টি ট্রাকে ৭২১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। প্রতি ট্রাকে ২২-২৫ টন পেঁয়াজ এসেছে বলে জানিয়েছেন ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ। অপেক্ষায় থাকা ট্রাকগুলো পর্যাক্রমে প্রবেশ করবে। ট্রাক ৬ দিন ধরে আটকে থাকার কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে বলে দাবি স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীদের।