রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তের অনুমোদন

- আপডেট সময় : ০৪:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৬২৭ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি না তদন্তের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিসি জানায়, প্রসিকিউশনের আবেদনের পর বিচারকরা এই অনুমোদন দিয়েছেন। এতে বলা হয়, মিয়ানমার কর্তৃক রোহিঙ্গাদের ওপর ব্যাপকভাবে অথবা পদ্ধতিগত সহিংস কর্মকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। যার কারণে মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে। আদালত তাই বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি তদন্তের অনুমোদন দিয়েছে। এদিকে, বুধবার, রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের সাথে জড়িতে থাকার অভিযোগে মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা দায়ের করে রোহিঙ্গা ও লাতিন আমেরিকান মানবাধিকার সংগঠনগুলো। আর গেল সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে মামলা করেছিলো গাম্বিয়া।