রুশ নিয়ন্ত্রিত অস্ত্র গুদামে রাতভর রকেট হামলা চালিয়েছে ইউক্রেন
- আপডেট সময় : ০১:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
রাশিয়া নিয়ন্ত্রিত নোভা কাকোভকার একটি অস্ত্র গুদামে রাতভর রকেট হামলা চালিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। এ হামলায় অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, রুশ নিয়ন্ত্রিত নোভা কাকোভকার একটি অস্ত্র গুদামে রকেট হামলা চালিয়েছে তারা।
এ হামলায় ইউক্রেনীয় বাহিনী যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, খনিজ সার মজুতের একটি স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। এতে একটি মার্কেট, হাসপাতাল ও কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সারের কিছু উপাদান অস্ত্রেও ব্যবহৃত হয় বলেও জানিয়েছে তারা।
এদিকে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনী দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহরের দুইটি চিকিৎসা কেন্দ্র ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের হামলার পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।


















