রাষ্ট্রপতি হিসেবে মো: আবদুল হামিদের সংসদে আজ শেষ ভাষণ

- আপডেট সময় : ০৩:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ২০০৭ বার পড়া হয়েছে
একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হচ্ছে বিকাল ৪টায়। বছরের প্রথম অধিবেশনে রীতি অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে সংসদে দেয়া তার শেষ ভাষণ। এপ্রিলে মেয়াদ শেষ হচ্ছে তার। আগামী মাসেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে।
রাষ্ট্রপতির আগমন ও অধিবেশন উপলক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। ভাষণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। অধিবেশনের আগে বেলা ৩টায় সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতাসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেয়া হবে। অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।