রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলের খেরসন পুরোপুরি বিচ্ছিন্ন করার দাবি করেছে ইউক্রেন

- আপডেট সময় : ০৭:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলের খেরসন পুরোপুরি বিচ্ছিন্ন করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের দাবি সত্যি হলে ওই অঞ্চলের রুশ সেনারা অবরুদ্ধ হয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে।
এতদিন সেই ব্রিজটির ব্যবহার করেই খেরসনে সেনা এবং রসদ পাঠিয়েছে রাশিয়া।
রাতভর গোলাবর্ষণ করে ব্রিজটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের দাবি সত্যিত হলে ব্রিজ পার করে রাশিয়া খেরসনে নতুন করে সেনা বা রসদ পাঠাতে পারবে না। খেরসনে অবস্থিত রাশিয়ার সেনাও বাইরে যেতে পারবে না। তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। অবশ্য রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারাও একথা স্বীকার করেছে। যদিও তারা জানিয়েছে, ইউক্রেনের আক্রমণে ব্রিজটি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্পূর্ণ ভেঙে গেছে, একথা তারা স্বীকার করেনি। তাদের বক্তব্য, রাশিয়া ইতোমধ্যেই ব্রিজটি সংস্কারের কাজ শুরু করেছে। নৌকার মাধ্যমেও তারা জিনিসপত্র আদানপ্রদান করতে পারবে বলে বিচ্ছিন্নতাবাদী নেতারা জানিয়েছেন।