রাশিয়ার ওপর ‘গুরুতর’ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
ইউক্রেনে হামলা হলে রাশিয়ার ওপর ‘গুরুতর’ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের মুখে ইইউ চুপ করে থাকবে না বলে হুঁশিয়ার করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিন।
প্রভাব বলয়ের মধ্যে ইউরোপকে বিভক্তির চেষ্টা মেনে নেবে না ইইউ। ইউক্রেইন নিয়ে রাশিয়ার সঙ্গে সৃষ্ট উত্তেজনা প্রশমনের কূটনৈতিক চেষ্টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের ইউরোপ সফরের মধ্যেই ইইউ এই হুমকি দিল। আজ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে জেনেভায় বৈঠক করার কথা রয়েছে ব্লিনকেনের। ইউক্রেইনে আগ্রাসন থেকে রাশিয়াকে বিরত রাখার শেষ মুহূর্তের চেষ্টা হিসাবেই দেখা হচ্ছে এ বৈঠককে। এই বৈঠক হওয়ার আগেই পশ্চিমা দেশগুলো ঐক্যবদ্ধ একটি কূটনৈতিক ফ্রন্ট তুলে ধরার চেষ্টা চালাচ্ছে।



























