রাবিতে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে চলছে কমপ্লিট শাটডাউন

- আপডেট সময় : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৭ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে, দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করছে শিক্ষক কর্মকর্তা কর্মচারিরা।সকাল ৯টা থেকে তাদের এই কর্মসূচী শুরু হয়েছে।
সকালে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবি চত্তরে সমাবেশ করেন। পরে প্যারীস রোডে বিশাল মানববন্ধন করেন তারা।
মানববন্ধন থেকে শিক্ষক নেতারা বলেন, এরে আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বহু তদন্ত কমিটি করেছেন। অথচ সেসব তদন্ত কোন দিনই আলোর মুখ দেখেনি। কাজেই তদন্ত তদন্তেরে গতিতে চলতে থাকবে, তদন্ত শেষে দোষী শিক্ষার্থীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই সার্টডাউন কর্মসুচী চলতে থাকবে।এদিকে, সঠিক সময়ে রাকসু নির্বাচনের বিষয়ে সংশয় প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম বলছেন, নিজেদের সকল প্রস্তিতি নিচ্ছেন তারা। তবে চলমান পরিস্থিতি নিয়ে আজ বিকেল কমিশনের সভা রয়েছে। সভা শেষে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।