রাজারবাগ দরবার শরিফের পীরের সম্পদের তথ্য চেয়ে হাইকোর্টে রিট
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
 - / ১৭১৫ বার পড়া হয়েছে
 
রাজারবাগ দরবার শরিফের পীরের সম্পদের তথ্য চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সারাদেশে পীর ও তার মুরিদরা মামলা দিয়ে আবেদনকারীদের হয়রানি করে– এমন অভিযোগও উল্লেখ করা হয়েছে রিটে।
সারাদেশের অন্তত ২০ জন ভুক্তভোগী আজ হাইকোর্টে এ রিট করেন। পীর ও তার মুরিদদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না– এ মর্মে রুল জারির আবেদনে করা হয়েছে। এছাড়া, রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের সম্পত্তি এবং ব্যাংক হিসাব তদন্তের মাধ্যমে প্রতিবেদন দাখিল করতে দুদক চেয়ারম্যানের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে আবেদনকারীদের বিরুদ্ধে সারাদেশে করা মামলার বিষয়ে একটি তদন্ত চাওয়া হয়েছে। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ ২০ জনকে বিবাদী করা হয়েছে।
																			
																		














