রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় গেলো ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গেলো ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান। এরমধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন এবং নাটোর ও নওগাঁর একজন। এ নিয়ে চলতি মাসেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ১৪৯ জন। গেল ২৪ ঘণ্টায় ৫৮ জন নতুন রোগী ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪৩ জন। এছাড়া সাতক্ষীরায় ৩ জন মারা গেছে। ফরিদপুরে ১ জনের মৃত্যু। নোয়াখালীতে গেলো ২৪ ঘন্টায় এক বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্ত ১৯১ জন। কঠোর বিধিনিষেধের আওতায় রয়েছে দিনাজপুর, চুয়াডাঙ্গার দামুড়হুদা এবং মেহরেপুর সদর ও ৩টি গ্রাম।














