রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গেল ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গেল ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে এই হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৫।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। তবে সুস্থ হয়েছেন ৩৫ জন। এছাড়া, করোনা ওয়ার্ডে ২৭১ বেডের বিপরীতে ভর্তি আছেন ২৯৪ জন রোগী। এর মধ্যে রাজশাহীর ১৩০, চাঁপাইনবাবগঞ্জের ১০৮, নাটোরের ১৪, নওগাঁর ২৮, পাবনার চার ও কুষ্টিয়ার একজন রয়েছেন। হাসপাতালের আইসিইউতে আছেন ১৮ জন করোনা রোগী। এদিকে, করোনা সংক্রমণ রোধে রাজশাহী সিটিতে তৃতীয়দিনের মতো চলছে বিধিনিষেধ। বন্ধ রয়েছে সকল মার্কেট, বিপণী-বিতান, গণপরিবহন ও রেলযোগাযোগ। এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের জন্য খুলনায় সকাল থেকে দ্বিতীয় দফায় কঠোর বিধি-নিষেধ শুরু হয়েছে। মহানগর ও জেলায় বিধি-নিষেধ বাস্তবায়নে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।






















