রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা পজিটিভ ছিলেন।
এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন সময় তারা মারা যান। এ নিয়ে গেল এক সপ্তাহে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৬০ জন। হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৩২ জন। এর মধ্যে আইসিউতে ১৮ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন ও নওগাঁর ১ জন। একই সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।














