রাজধানীতে চলতি মাসেই রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত
- আপডেট সময় : ০৭:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৬১৮ বার পড়া হয়েছে
রাজধানীতে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে চলতি মাসেই। শুধু এই এক মাসেই শনাক্ত হয়েছে ১ হাজার ৯২০ জন ডেঙ্গু রোগী। যার ৯৯ শতাংশই ঢাকার। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ১৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১৮১ জনই ঢাকার আর ঢাকার বাইরে রয়েছে ১৩ জন। এটি এই বছরের এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়।স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৬৪২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকাতেই ৬১৮ জন, আর বাকি ২৪ জন ঢাকার বাইরের। এই বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত ২ হাজার ২৯২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৬৪৬ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


















