রাজধানীতে অস্থির কাঁচাবাজার
- আপডেট সময় : ০২:৩৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
রাজধানীতে অস্থির কাঁচাবাজার। রসুন পেঁয়াজ, তেল আর চালের দামও বেড়েই চলেছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম, ক্রেতারা দেখছেন ব্যবসায়ীদের কারসাজি। চীন থেকে আমদানি করা পেঁয়াজ-রসুনের দাম বেড়েছে কেজি প্রতি ১০ থেক ১৫ টাকা। তবে মাছ মাংসের দাম স্থিতিশীল রয়েছে।
কাঁচা মরিচ, ফুলকপি এবং ধনেপাতা। এই কয়েকটি সবজি ছাড়া প্রায় সবগুলোর দাম ৮০ টাকার ওপরে। দাম বেড়ে যাওয়ায় কম করে কিনছেন ক্রেতারা। ক্ষোভ জানালেন দাম নিয়ে। কারওয়ান বাজারে চীন থেকে আমদানি করা পেঁয়াজ এখন পাইকারি ৭৬ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তার ব্যবধানে রসুনের দামও কিছুটা বেশি।চালের দাম বেড়েছে এক সপ্তার ব্যবধানে বস্তাপ্রতি কমপক্ষে ১০০ টাকা। আর তেলের দামও ১০ থেকে ১৫ টাকা বাড়িয়ে বিক্রি করতে দেখা গেছে। খাসি ও গরুর মাংসের দাম স্থিতীশীল আছে। আর মাছের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেন ক্রেতারা। খুচরা ক্রেতারা মনে করছেন দ্রুত দাম কমাতে সরকারের হস্তক্ষেপ দরকার।














