রাজধানী সহ সারা দেশেই বেড়েছে ডেঙ্গুর সংখ্যা

- আপডেট সময় : ১০:০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ১৮৭২ বার পড়া হয়েছে
রাজধানী সহ সারা দেশেই বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা।অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন গুরুতর অবস্থায়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তিসহ ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে,চিকিৎসকরা বলছেন,আক্রান্ত হওয়া ব্যক্তির রক্তচাপসহ অণুচক্রিকার পরিমাণ কমে শক সিন্ড্রোমে ঘটতে পারে মৃত্যর মত ঘটনাও।
রাজধানীর মিরপুর.মোহাম্মদপুর,আদাবর সহ ঢাকার আশপাশ থেকে আশা রোগীরা ভর্তি হচ্ছেন হাসপাতালে। মশা কামড়ানোর ২/৩ দিনের মধ্যে দেখা দেয় শরীর ব্যাথা,বমি,দূর্বলতা সহ নানা লক্ষণ।
এ সময় জ্বর হওয়া মাত্রই পরিক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে রোগের লক্ষ্যন। রোগীর অবস্থা গুরুতর হওয়ার আগেই নিতে হবে ডাক্তারের পরামর্শ।
পানি শুন্যতা ও রক্তচাপ সহ অন্যান্য উপসর্গ ঠিক থাকলে প্লাটিলেট কমে গেলে ভয়ের কিছু নেই। তবে এসময় খেতে হবে প্রচুর পরিমান তরল খাবার।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষুধ সেবন করলে নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান চিকিৎসকরা।