রাঙামাটির রাজস্থলীতে উপজাতীয় দু’দল সশস্ত্র গ্রুপের মধ্যে গুলাগুলিতে একজন নিহত হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৭০৩ বার পড়া হয়েছে
গতরাতে রাজস্থলী উপজেলা সদরের কাছে ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়ায় মারমা ন্যাশনাল পার্টি ও জেএসএস’এর মধ্যে গোলাগুলি হয়।
থেমে থেমে অন্তত ঘন্টাব্যাপী উভয় পক্ষের গোলাগুলির ফলে প্রাণভয়ে রাতের বেলায় স্থানীয়রা কেউই ঘর থেকে বের হয়নি। সকালে স্থানীয়রা রাস্তার উপর জলপাই রংয়ের পোশাক পরিহিত একজনের গুলিবিদ্ধ মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত ব্যক্তি পাহাড়িদের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর সদস্য বলে জানা গেছে।